Wellcome to National Portal
 পল্লী বিদ্যুৎ সংক্রান্ত অভিযোগের জন্য কল করুন ১৬৮৯৯ নম্বরে। 
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (বিডা) এর ওয়ান স্টপ সার্ভিস লিংকঃ bidaquickserv.org


Services List

কুড়িগ্রাম-লালমনিরহাট পল্লী বিদ্যুৎ সমিতি নিম্নোক্ত সেবা সমূহ পাওয়া যাবে-

০১.মিটার বেশী ঘুরে।

০২. মিটার সকেট পুড়িয়া গিয়াছে।

০৩. মিটার এর লীড সীল ভাঙ্গা।

০৪. মিটারের ব্লু সীল চুরি হইয়াছে।

০৫. বিদ্যুৎ বিল বেশী করা হইয়াছে।

০৬. মিটার ভাঙ্গিয়া/হারাইয়া গিয়াছে।

০৭. সার্ভিস এন্ট্রান্স তার জ্বলিয়া গিয়াছে।

০৮. লোড ছাড়াও মিটার ঘুরে।

০৯. মিটার ঘুরিতেছে না।

১০. সংযোগ বিচ্ছিনকরণ/পুনঃসংযোগ গ্রহণ করিতে আগ্রহী।

১১. বকেয়ার পরিমাণ জানতে আগ্রহী।

১২. মিটার পরীক্ষার ফলাফল পাওয়া যায় নাই।

১৩. ওয়্যারিং পরিদর্শন হইতেছে না।

১৪. জামানতের টাকা প্রদান সত্ত্বেও মিটার পাওয়া যাইতেছে না।

১৫. বিল পাওয়া যায় নাই।

১৬. সমীক্ষা ফী দেওয়া সত্ত্বেও সমীক্ষা হয় নাই।

১৭. ট্রান্সফরমার স্থাপন/অপসারণ।

১৮. মিটার পরীক্ষা করিতে আগ্রহী।

১৯. গাছ-পালা কাটিতে আগ্রহী।

২০. ডুপ্লিকেট বিলের প্রয়োজন।

 

উপরোক্ত সেবা সমূহ কুড়িগ্রাম-লালমনিরহাট পল্লী বিদ্যুৎ সমিতি এর সদর দপ্তর, জোনাল অফিস, অভিযোগ কেন্দ্র নির্দিষ্ট র্ফম পূরণ পূর্বক সেবা পাওয়া যাবে

পরিচালনায়ঃ আইটি বিভাগ, কুড়িগ্রাম-লালমনিরহাট পল্লী বিদ্যুৎ সমিতি।